রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে মাস্ক পরার উপর জোর দিতে বলেছিলেন তিনি। স্বাস্থ্য দফতরের কাছে নির্দেশ এসেছিল সতর্কতামূলক নির্দেশিকা জারির করার। সেই মঙ্গলবার দফতরের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হল। তাতে জনবহুল এলাকায় মাস🎃্ক পরার উপর জোর দিয়েছে স্বাস্থ্য দফতর।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভিড় এড়িয়ে চলতে। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বাদের জন্য এই পরামর্শ। যাঁরা এখনও করোনার বুস্টার টিকা নেননি, তাঁদের অবিলম্বে তা নিয়ে নিতে বলা হয়েছে। যদিও করো☂না এখনও চোখরাঙানির জায়গায় যায়নি। তবু অল্পতে তাকে যাতে বেঁধে ফেলা যায়, তাই আগে ভাগে প্রস্তুতি স্বাস্থ্য দফতরের। কারণ, কিছুদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছিলেন, এপ্রিলের মাঝের দিক থেকে করোনা কিছুটা বাড়বে। তারপর গ্রাফটা নামবে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে🥂 সতর্কতামূলক নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
কী নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর
-ভিড় এড়িয়ে চলুন। যাঁদের কো-মর্বিডিটি রয়েছে। বয়সꦇ্ক, অন্তঃসত্ত্বা।
-ট্রেনে বাসে যাতায়াত করতে হলে মাস্ক ব্যবহার করুন। ভিড় এলাকাꦡয় ঢুকলে মাস্ক পরুন।
-হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন।
-শিশুদের হাত পরিষ্কার রাখতে স্যানিটাইজার বা সাবান ব্যবহার 𝔍করতে বলুন।
-সর্💞দি-কাশিতে ভোগা ব্যক্তিদের এড়িয়ে চলুন। শিশু-কো মর্বিডিটি থাকা বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের অবশ্যই।
-যাঁরা বুস্টার ডোজ নেননি, তাঁরা নিয়ে নিন।
-জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি হলে🦂 করোনা পরীক্ষা করান।
-করোনা হলে ১ সপ্তাহ আইসোলেশনে থাকুন।
-শ্বাস𝓡কষ্ট হলে বা অক্সিজেন স্যাচুরেশন কমলে হাসপাতালে যান।
-চিকিৎসকদের পরামর্শ নিয়ে কফসিরাপ খান।
-রাজ্যের করোনা সংক্রান্ত হেল্পলাইন ১৪৪১৬