বিদেশ থেকে বিমানে কলকাতায় ফেরার ব্যাপারে আংশিক অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। এ ক্ষেত্রে ১০ অগস্টের পর যাত্রী পরিবহণের অনুমতি পেল শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটগুলি। যদিও বন্দে ভারত মিশন বা সাধারণ উড়ানে বিদেশ থেকে কলকাতায় ফেরার কোনওরকম অনুমতি দেয়নি রাজ্য সরকার।তবে চার্টার্ড ফ্লাইটের ক্ষেত্রে কিছু নিয়মবিধি জারি করা হয়েছে। প্রথমত, রাজ্য সরকারকে আগাম ওই ফ্লাইটের বিস্তারিত তথ্য দিতে হবে। তার ভিত্তিতেই মিলবে অনুমোদন। ওই বিশেষ বিমানে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতেই হবে এমন কোনও বাধ্যতা নেই। তবে বিমানে ওঠার আগে কোভিড পরীক্ষা করিয়ে নিতে হবে। সেই রিপোর্ট সঙ্গে রাখতে হবে। কলকাতায় পৌঁছনোর পর রাজ্য সরকারের তরফে যে কোনও পরীক্ষা–নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট যাত্রীদের।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি বিমান পরিষেবা সংস্থাগুলি। কলকাতা বিমানবন্দের এক কর্তার কথায়, ‘বর্তমান পরিস্থিতিতে চার্টার্ড বিমান চালু হওয়ায় কিছুটা হলেও আশায় বুক বেঁধেছে বিমান সংস্থাগুলি। ইতিমধ্যে ইন্ডিগো, ভিস্তারা, স্পাইসজেটের মতো সংস্থাগুলি চার্টার্ড ফ্লাইটে বিদেশে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে।’