অবশেষে শেষ হল বাবুলের শপথ নিয়ে নাটক। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ডেপুটি স্পিকౠার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার বিকেলে কলকাতা রাজভবন থেকে জারি এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে।
নির্দেশিকা অন꧋ুসারে, ভারতের সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ অনুসারে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে বালিগঞ্জ বিধনসভা কেন🌺্দ্রের জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এর জেরে বাবুলের শপথে যাবতীয় ফাঁড়া কাটল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চলতি সপ্তাহে বাবুলের শপথের অনুমতি চেয়ে প্রয়োজনীয় নথি রাজ্যপালকে পাঠায় পরিষদীয় দফত♐র। কিন্তু সেই নথিতে সই করেননি রাজ্যপাল ধনখড়। নথি ফেরত পাঠিয়ে তিনি জানান, এর আগে তাঁর পাঠানো বিধানসভা সংক্রান্ত প্রশ্নের জবাব দেননি স্পিকার। এর জেরে বাবুলের শপথগ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়।
ওদিকে বিধায়কের শপথগ্রহণের অনুমতিপত্রে রাজ্যপাল🌳 সই না করায় ওই এল🅠াকার মানুষের জনপ্রতিনিধিত্বের অধিকার খর্ব হচ্ছে বলে সরব হন অনেকে। এরই মধ্যে নতুন করে শপথগ্রহণের তারিখ উল্লেখ করে রাজভবনে ফের ফাইল পাঠায় সরকার।