আরও দশ জন মৃত করোনায়। ৩৪০টি নয়া কেসের সঙ্গে রাজ্যে মোট আক্রান্ত ৬৫০০ পেরোলো। রাজ্যের স্বাস্থ্যদফতরের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৬৫০৮ জন করোনায় আক্রান্ত বাংলায়। করোনার কারণে মারা গিয়েছেন ২৭৩জন। এর সঙ্গে কোমর্বিডিটিতে মৃত ৭২। সব মিলিয়ে করোনা আক্রান্ত অবস্থায় ৩৪৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। যে দশ জন মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে সাতজনই কলকাতায়। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও দার্জিলিংয়ে একটি করে মৃত্যু হয়েছে। রাজ্যে এই মুহূর্তে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৫৮৩। বুধবার ১৭০ জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন হাসপাতাল থেকে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর স্ংখ্যা ২৫৮০। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৯৪৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এই নিয়ে মোট নমুনার সংখ্যা ২.৩২ লক্ষের বেশি। যাদের করোনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে ২.৮ শতাংশ মানুষের পজিটিভ পাওয়া যাচ্ছে। প্রতি দশ লক্ষে এখনও পর্যন্ত ২৫৮০ মানুষের পরীক্ষা করা হয়েছে।