ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়বে না বাংলায়। এব্যাপারে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু সোমবারও বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে। আর বৃষ্টি মানেই কলকাতা মহানগরীতে জল জমার যন্ত্রণা। প্রশ্ন উঠছে তবে কি সপ্তাহের প্রথম দিনই ভাসবে📖 কলকাতা মহানগরী? কলকাতার এই জমা জল পেরিয়েই কি কর্মস্থলে যেতে হবে বঙ্গবাসীকে? তবে এনিয়ে রবিবার কিছুটা হলেও স্বস্তির কথা শুনিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। মহানগরীতে জল জমার যন্ত্রণা কমাতে এবার আগাম নির্🦄দেশ দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম বলেন, ঝড়টা আসছে না এটা আমাদের কাছে স্বস্তির। ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আমফান বা ইয়াসের মতো পরিস্থিতি তৈরি হবে না। কিন্তু আবহাওয়া দফতর থেকে যে খবর পেয়েছি তাতে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে। কলকাতাতেও মাঝারি বৃষ্টি হবে। আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। সমস্ত পাম্পিং স্টেশনকে হাই অ্য়ালার্টে থাকতে বলা হয়েছে। ফুল ক্যাপাসিটিতে যাতে পাম্পিং স্টেশনগুলি চালানো হয় তার একবার মহড়া করে নেওয়ার ব্যাপারে জানিয়েছি। রাস্তায় নর্দমার মুখে যাতে আবর্জনা না জমে সেটা ꦺদেখার জন্য বলেছি। ১০০-১৫০ মিলি বৃষ্টি হলে রাস্তায় জল না জমতে পারে।