বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kalighat Skywalk: কী কারণে কালীঘাটে স্কাইওয়াকের কাজে দেরি, জানতে চাইল কলকাতা পুরনিগম
দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এবার কালীঘাটে স্কাই ওয়াক তৈরির বিষয়ে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই স্কাই ওয়া𝓰ক তৈরির কাজ একফোঁটাও এগোয়নি। ফলে ক্ষুব্ধ কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। এবার কী কারণে কাজ করতে দেরি হচ্ছে, সে বিষয়ে লিখিত কারণ জানতে চাইল কলকাতা পুরনিগম।
দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটে স্কাইওয়াক ২০২৩ সালের মধ্যে শেষ করার উদ্য🅘োগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু যে টিকাদারি সং𒆙স্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সংস্থা খুব অল্পই কাজ এগিয়েছে বলে জানা যাচ্ছে। দুই একটা জায়গায় খোঁড়াখুড়ি ছাড়া কোনও কাজই এগোয়নি। কাজ এগোতে দেরি হওয়ায় ক্ষুব্ধ কলকাতা পুরনিগম কর্তৃ🅰পক্ষ। কী কীরণে কাজ এগোতে দেরি হচ্ছে, সেবিষয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। প্রয়োজনে ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে কলকাতা পুরনিগম সূত্রে জানা যাচ্ছে।