এবার হাসপাতালের ভরতি হওয়ার পরেও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করা যাবে। আর দ্রুত সেই কার্ড দিয়ে দে💞ওয়া হবে, যাতে রোগীর চিকিৎসা সংক্রান্ত খরচের ভার লাঘব হয়। এমনই পরিষেবা চালু করল কলকাতা পুরনিগম। 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় কোনও ব্যক্তি হাসপাতালে ভরতি হওয়ার পরও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে হাতেগোনা কয়েকটি নথি লাগবে। তাহলেই সাতদিনের মধ্যে স্বাস্থ্যসাথী𝓡 কার্ড পেয়ে যাবেন রোগী। আর সেই কার্ডের মাধ্যমে বাকিরা যেমন সুযোগ-সুবিধা পান, সংশ্লিষ্ট রোগী সেরকমই সুবিধা পাবেন।
কীভাবে 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে হবে?
কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে, 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য পুরনিগমের স🌊মাজকল্যাণ বিভাগে যেতে হবে সংশ্লিষ্ট রোগীর কোনও প্রতিনিধিকে। রোগীকে নিয়ে যাওয়ার কোনও দরকার নেই। শুধুমাত্র কয়েকটি নথি নিয়ে সংশ্লিষ্ট রোগীর কোনও প্রতিনিধিকে পুরনিগমের সমাজকল্যাণ বিভাগে যেতে হবে। তারপর স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জমা দিতে হবে তাঁকে। তাহলেই সাতদিনের মধ্যে ওই রোগী স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চলে আসবেন।
'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ড পেতে কী কী লাগবে?
১) সংশ্লিষ্ট ব্যক্🌳তিকে হাসপাতালে ভরতির সময় যে নথি দেওয়া হয়, সেটা লাগবে। অর্থাৎ হাসপাতালের তরফে যে নথি দেওয়া হয়, সেটাই 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ড লাগবে।
২) রোগীর আধার কার্ড লাগবে। সেইসঙ্গে পরিবারের যে সদস্যদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে যোগ করা হবে, তাঁদেরও আধার কার্ড লাগবে বলে কলকাতা পুরনিগমের ✨তরফ𓃲ে জানানো হয়েছে।
ဣ ৩) 'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে।
আরও পড়ুন: Swasthya 🅺Sathi: স্বাস্থ্যসাথী নিয়ে নার্সিংহোমকে বড় শর্ত দিল সরকার, হার্টের সার্জারিতেও দিশা
'এমার্জেন্সি স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন'-র আওতায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসাথী কার্ড প্রদানের ব্যবস্থা শুরু করা হলেও আগেভাগেই 🏅সেই ꦗকার্ড করিয়ে রাখার পরামর্শ দিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। যাঁরা এখনও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেননি, তাঁদের দুয়ারে সরকারের শিবিরে গিয়ে সেই কাজটা সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কলকাতায় স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তার সংখ্যা এক লাখের কাছে পৌঁছে গিয়েছে। আর নয়া বছরে ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গিয়েছেন ৩,৩৫৬ জন।