মঙ্গলবার কলকাতার বুকে চরম চাঞ্চল্য তৈরি হয় এক মৃতদেহ ঘিরে। ঘটনাস্থল কুমোরটুলি ঘাট। সেখানে দুই মহিলাদের গতিবিধি ও তাদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা লক্ষ্য করেন মহিলাদের আচরণ। সন্দেহ হতেই ট্রলি ব্যাগ খোলা 🎉হয়। আর তা খুলেই চক্ষু চরকগাছ! ট্রলღিব্যাগের ভিতর দেখা যায় মুণ্ডহীন দেহ।
কলকাতার কুমোরটুলি ঘাটে ট্রলিব্যাগে ভরে ওই মুণ্ডহীন দেহ গঙ্গায় ফেলার চেষ্টা করছিলেন দুই মহিলা বলে সন্দেহ। আর তা সন্দেহ হতেই স্থানীয়রা পাকড়াও করে ওই মহিলাদের। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসেই গ্রেফতার করে ২ মহিলাকে। পুলিশ আসতেই বাজেয়াপ্ত করা হয় ট্রলিব্যাগ🀅টি। এদিকে, স্থানীয়রা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, দুই মহিলা, খুন করে দেহ ভাসাতে এসেছিলেন, তাই মহিলাদের তাঁদের হাতেই তুলে দেওয়ার দাবি জানানো হয়। জানা যাচ্ছে, ওই ট্রলিব্যাগের ভিতর ভরা দেহটির অংশ টুকরো টুকরো করে কাটা রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ওই দেহ কোনও মহিলার।
জানা গিয়েছে, বিষয়টি প্রথমে ঘাটের এক মহিলা♐কর্মীর চোখে পড়ে। তিনি জানিয়েছেন, সকালে ঘাটের তালা খুলতে গিয়ে ꦐতিনি দেখেন, ওই দুই মহিলা ট্যাক্সি থেকে নামছেন একটি ট্রলিব্যাগ হাতে নিয়ে। ট্রলিব্যাগ এতটাই ভারী ছিল যে তাঁরা নামতে পারছিলেন না। তখনই তাঁর সন্দেহ হয়। জানা যাচ্ছে, ওই দুই মহিলা সম্পর্কে মা ও ছেলে। এরপর স্থানীয়রা জেরা করতে থাকেন। শেষে খোলানো হয় ট্রলিব্যাগ। ভিতরে দেখা যায়, একটি মুণ্ডহীন দেহ।
এদিকে, ধৃত মহিলারা দাবি করেছেন ওই দেহ একটি কুকুরের। তবে স্থানীয়দের দাবি, কোনও মহিলার দেহ এমন টুকরো টুকরো করে কেটে সেখানে রাখা হয়। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে, এই মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তদন্তে নে꧒মেছে 🃏পুলিশ।