🅷 WPL- র ম্যাচে প্রথম জয়ের দেখা পেল ইউপি ওয়ারিয়র্স দল। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের লিগের প্রথম জয়ের দেখা পেল দীপ্তি শর্মার দল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল উত্তর প্রদেশের দলটি। কিন্তু ব্যাটিংয়ে সাময়িক ধাক্কা কাটিয়ে ওঠে তারা। এরপর ১৭৭ রান তোলে তারা।
ꦐজবাবে ব্যাট করতে নেমে দুবার শাফালি ভার্মার ক্যাচ মিস করে ইউপি দল। কিন্তু আসল কাজের কাজটা করতে পারল না দিল্লি। ফলে এই ম্যাচে হেরে চাপে পড়ে গেল মেগ ল্যানিংসের দল। জেমিমা রদ্রিগেজ লড়লেও দলকে জেতাতে পারলেন না তিনি শেষ পর্যন্ত।
💜আরও পড়ুন-২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করতে ইচ্ছুক ভারত! পাঠানো হচ্ছে প্রস্তাব! হবে ক্রিকেটও? দেখে নিন
ꦆপ্রথমে ব্যাট করতে নেমে বৃন্দা দীনেশের উইকেট হারায় ইউপি। দীপ্তি শর্মা ১৩ রান করেন। আজি তারকা তাহলিয়া ম্যাকগ্রা করেন ২৪ রান। এরপরই ম্যাচে নামের চেরনিল হেনরি। তিনি এসে কার্যত বুলডোজার চালিয়ে দেন দিল্লির সাধের বোলিং লাইন আপের ওপর দিয়ে।
♕ক্যারিবিয়ান অল রাউন্ডার চেরনিল হেনরি করেন মাত্র ২৩ বলে ৬২ রান। মারেন ৮টি ছয় এবং ২টি চার। অনেকতা ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের ঢঙ্গেই মহিলা আইপিএল মাটিতে দিলেন এই তারকা। তার দুর্ধর্ষ ব্যাটিংএর সৌজন্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ করে ওয়ারিয়র্সরা। জেস জনসন নেন ৪ উইকেট।
🥀জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানের অল আউট হয়ে যায় দিল্লি। ১৯.৩ ওভারেই যবনিকা পতন হয় দিল্লির ব্যাটিংয়ের। জেমিমা রদ্রিগেজ ৩৫ বলে ৫৬ রান করলেন। কিন্তু দলের বাকিরা কেউই ২৫ রানের গণ্ডি টপকাতে পারল না। শাফালি বর্মা ২৪ রান করলেন তবে খেললেন ৩০ বল, যা টি২০তে একদমই বেমানান। ফলে ৩৩ রান দূরে থামল ক্যাপিটালসের লড়াই। গ্রেস হ্যারিস নিলেন ৪ উইকেট।