RG Kar Update: রক্তমাখা গ্লাভস-কাণ্ডে নয়া মোড়! আরজি কর নিয়ে চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে
1 মিনিটে পড়ুন Updated: 07 Nov 2024, 07:41 PM ISTরক্তমাখা গ্লাভস নিয়ে নয়া রিপোর্ট কী বলছে?
রক্তমাখা গ্লাভস নিয়ে নয়া রিপোর্ট কী বলছে?
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার থেকে উদ্ধার হওয়া রক্তমাখা গ্লাভস নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। সেই রক্তমাখা গ্লাভস বিতর্কের ওকিনারা করতে সদ্য গ্লাভসগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। মিডিয়া রিপোর্টের দাবি, আর জি কর হাসপাতালের গ্লাভসের সঙ্গে ওই রক্তমাখা গ্লাভসের ব্যাচের নম্বরের কোনও মিল নেই। ফলে প্রশ্ন উঠছဣে বিস্তর।
যদি ওই গ্লাভস হাসপাতালে𒉰র না হয়ে থাকে, তাহলে তা হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগ থেকে উদ্ধার হল কীভাবে? তাহলে কি কেউ এই গ্লাভস সেখানে ফেলে রেখে গিয়েছিল? সেটা হলে তার নেপথ্যে কোন উদ্দেশ্য থাকতে পারে? এদিকে, কীভাবে ওই গ্লাভস ট্রমা কেয়ার সেন্টারে এল,তার কিনারা করতেই এবার তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই ব্যাচ নম্বরের কোনও গ্লাভসই সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে আরজি কর-এ কখনও সরবরাহই হয়নি। এই গোটা বিতর্কের নেপথ্যে কে? খুঁ🅷জছে কর্তৃপক্ষও।