আবা🥀রও তৃণমূল নেতৃত্বের নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর ✅বিরুদ্ধে বারংবার সাংবিধানিক সীমা লঙ্ঘনের অভিযোগ তুলে অবিলম্বে তাঁর অপসারণের দাবি তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
বুধবার এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সাগরিকা। সঙ্গে একটি ভিডিয়ো বার্তাও দেন তিনি।൩ যার মোদ্দা কথা হল, বিজেপির দালাল হিসাবে কাজ করতে গিয়ে নিজের সাংবিধানিক দায়-দায়িত্ব ভুলে গিয়েছেন রাজ্যপাল। উলটে বাংলার মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ করে চলেছেন তিনি। তাই অবি💝লম্বে রাজ্যপালের পদ থেকে সি ভি আনন্দ বোসকে অপসারিত করা দরকার।
প্রসঙ্গত, আর জি কর আন্দোলনের আবহে সম্প্রতি আবারও রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল। সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকী, সামাজিকভাবে রাজ্যের প্রশাসনিক প্রধানকে বয়কটের ডাক দিয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান! যা কার্যত নজিরবিহীন বলেই দা🦂বি ওয়াকিবহাল মহলের।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানান, আর জি কর কাণ্ডের জেরে রাজ্যজুড়ে যে দ্রোহের আবহ তৈরি হয়েছে, সেই বাꦬস্তব পরিস্থিতি থেকে তিনি মুখ ফিরিয়ে থাকতে পারবেন না।