অ্যাডিনোভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন বিবৃতি দাবি করে বিধানসভার বাইরে প্ল্যাকার্ড, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাঁরা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও বিবৃতিও দাবি করেন। এই বিবৃতি প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন নতুন করে বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। নতুন করে আর বিবৃতি দেওয়ার দরকার নেই।' প্রসঙ্꧋গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়﷽ের অধীনেই রয়েছে স্বাস্থ্য দফতর।
এদিকে কলকাতার হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশু মৃত্যু অব্যাহত। বৃহস্পতিবারও তিন শিশুর মৃত্যু হয়েছে কলকাতা🐈র হাসপাতালে। এদিন কলকাতা মেডিক্যাল কল💜েজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য দিকে বিসি রায় শিশু হাসপাতালে দু'জন শিশু মারা গিয়েছে। তবে তারা অ্যাডিনো আক্রান্ত ছিল কি না তা জানা যায়নি।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হাসপাতালগুলোকে শ্বাসকষ্টের সমস্যা সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসাব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকার🦩 কথা বলেছেন। নবান্ন থেকেও দশ দফা অ্যাডভাইসারি জারি হয়েছে। হাসপাতালগুলোকে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।