নতুন পালক জুড়ল আধার কার্ডের মুকুটে। আজ ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১২৫ কোটির বেশি আধার কার্ড দেওয়া হয়েছে। অর্থাৎ ১২৫ কোটি দেশবাসীর কাছে আধার কার্ড পৌঁছেছে।২০০৯ সাল থেকে আধার কার্ড পরিষেবা চালু হয়েছিল। তারপর থেকে বিভিন্ন কাজের জন্য আধার কার্ড প্রাথমিক প্রমাণপত্র হয়ে উঠেছে। এখনও পর্যন্ত প্রায় ৩৭,০০০ কোটি বার আধার-নির্ভর নথি যাচাই পরিষেবা ব্যবহৃত হয়েছে।ইউআইডিএআইয়ের হিসেব অনুযায়ী, প্রতিদিন গড়ে তিন কোটি নথি যাচাইয়ের আর্জি জমা পড়ে। আধারের বিভিন্ন তথ্যও আপডেট করা হয়। এখনও পর্যন্ত সফলভাবে ৩৩১ কোটি বার আধার কার্ডের তথ্য আপডেট করা হয়েছে। সরকার জানিয়েছে, প্রতিদিন গড়ে তিন থেকে চার লাখ আধার তথ্য আপডেটের আর্জি জমা পড়ে ইউআইডিএআইয়ের কাছে।