২৩ জানুয়ারির কারণে বৃহস্পতিবার বন্ধ ছিল কলকাতার বাজার। সেজন্য বৃহস্পতি♈বারের দামে আজ কলকাতায় সোনা ও রুপো কিনতে পারবেন ক্রেতারা।
বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ৪০,৫৮০ টাকা। যা বুধবারের তুলনায় ৫০ টাকা বেশি। বুধবারের থেকে ৪৫ টাকা বেড়েছে ১০ গ্রাম গয়না সোনার দরও। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম আজ দাঁড়িয়েছে ৩৯,০৮০ টাকা। শুক্র👍বারও সেই দাম অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার কলকাতায় এক কেজি খুচরো রুপোর দাম ছিল ৪৬,৩০০ টাকা।☂ যা বুধবারের তুলনায় ৪৫০ টাকা কম। আজ কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪০,৫৮০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৩৮,৫০০ টাকা।
• ২২ ক্যারাট, হ🦂লমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৩৯,০৮০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৬,২০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৬,৩০০ টাকা।