করোনাভাইরাস রুখতে একাধিক প♍দক্ষেপ করেছে প্রশাসন। চলছে কড়া নজরদারি। তা সত্ত্বেও ভারতে করোনাভাইরাসে আক🌟্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের।
আরও পড়ুন : COVID-19 Crisis: এমন কিছু করবেন না যাতে অন্যের প্রাণ বিপদে না পড়ে, পলাতক করোনা আক্রান্তদের বার্তা মো💎দীর
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত দেশে ১১০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এর মধ্🐷যে ১৩ জন সেরে উঠেছেন। হায়দরাবাদে ও দিল্ল⛎িতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার আরও চারজনের শরীরের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন : উহানেরไ থেকেও একদিনে বেশি মৃত্যু ইতালিতে, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ল ৩৬৮
দেখে নিন করোনাভাইরাস সংক্রান্ত আরও কিছু তথ্য -
একদিনে সর্বাধিক করোনা আক্রান্ত : রবিবার ভারতে নতুন করে ২৫ জনের দেহে মারণ ভাইরাস পাওয়া গিয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এরমধ্꧙যে মহারাষ্ট্রে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার সকাল পর্যন্ত সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩-তে ঠেকেছে। রবিবার উত্তরাখণ্ডে একজনের দেহে করোনাভাইরাস মিলেছে। যা সেই রাজ্যে প্রথম।
আরও পড়ুন : করোনায় স্ত্রস্ত ISIS, বিদেশে যেতে নিষেধ জ🎉ঙ্গিদের, বারবার হাত ধোয়ার পরামর্শ
আরও চারজন সেরে উঠেছেন : রবিবার করোনা আক্রান্ত আরও চারজন সুস্থ হয়ে উঠ൲েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সর্বমোট যে ১৩ জন সেরে উঠেছেন, তাঁদের মধ্যে চারজন আগ🐓্রা, তিনজন রাজস্থান, দু'জন দিল্লি ও একজন তেলাঙ্গানার বাসিন্দা।