রাজ্যের কয়েকটি সরকারি হাসপাতালের ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে। সঙ🌳্গে আরও দুটি বেসরকারি ল্যাবেও নমুনা পরীক্ষার ছাড়পত্র দিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। সেই তালিকায় যুক্ত হল আরও দুটি বেসরকারি ল্যাব।
আরও পড়ুন : Covid-19 কীভাবে এক তরুণী আইএএস ♏অফিসারে নেতৃত্ব করোনাকে কাবু করল রাজস্থানের ভিলওয়ারা
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বেলেঘাটার নাইসেড, এসএসকেএম, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল🍬, উত্তরবঙ🐎্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে নমুনা পরীক্ষার ছাড়পত্র দিয়েছে আইসিএমআর। এছাড়াও কলকাতার অ্যাপোলে হাসপাতাল ও টাটা মেডিক্যাল সেন্টারেও করোনা পরীক্ষা হচ্ছে।
আরও পড়ুন : COVID-19 Updates🐈𓄧: উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস, শনিবারের মধ্যে অ্যাকাউন্টে ঢুকছে টাকা
এবার পঞ্চসায়েরের পিয়ারলেস হাসপাতাল ও সল্টলেকের আমরি হাসপাতালও করোনা পরীক্ষার জন্য আইসিএমআরের ছাড়পত্র পেয়েছে। ফলে আপাতত চারটি বেসরকারি হাসপাতাল-সহ আইসিএমআর স্বীকৃত রাজ্যের মোট ন'টি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হচ্ꦅছে।