COVID-19 Updates: শুধু মুম্বইয়ে করোনা আক্রান্ত ১১৮২, মৃত্যু ৭৫ জনের
1 মিনিটে পড়ুন Updated: 11 Apr 2020, 09:01 PM ISTকমপক্ষ🥂ে ৭৫ জনের বিদেশে যাওয়ার রেকর্ড আছে। যে দেশগুলিতে করোনায় প্রকোপ প✤ড়েছে।
কমপক্ষ🥂ে ৭৫ জনের বিদেশে যাওয়ার রেকর্ড আছে। যে দেশগুলিতে করোনায় প্রকোপ প✤ড়েছে।
ভয়াওবহ অবস্থাটার প্রমাণ অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। শনিবাꦅর আর একটা পরিসংখ্যান সেই ভয়াবহ অবস্থার ছবিটা আরও একবার তুলে ধরল।
আরও পড়ুন : ক🥂রোনার পরিপ্রেক্ষিতে Class 10-12 পরীক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিল CBSE
বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, আজ মুম্বইয়ে আরও ১৮৯ জন করোনাভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। ফলে শুধু মুম্বইয়ে আক্রান্তের সংখ্যাটা ১,০০০ হাজার ছাড়িয়েছে। আজ পর্যন্ত বাণিজ্য নগরীতে করোনার কবলে পড়🍸েছেন ১,১৮২।
আরও পড়ুন :COVID-19 Updates: মোদীর 'লকডাউন বাড়ানো'-র সিদ্ধান্ত🐈 সঠিক, বললেন কেজরিওয়াল
মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। শনিবারই ১১ জনের মৃত্যু হয়েছে। পুরনিগমের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'তাঁদের মধ্যে ১০ জন একাধিক♏ রোগে ভুগছিলেন বা ব🍌য়য়সজনিত কারণে মারা গিয়েছেন।' সবমিলিয়ে ভারতের অন্যতম ব্যস্ত শহরে করোনায় প্রাণহানি হয়েছে ৭৫ জনের।
আরও পড়ুন : COVID-19 Updates: লকডাউ🦩নে🐭 বিপন্ন শৈশব, সরকারের হেল্পলাইনে নির্যাতন-অত্যাচারের ফোন বাড়ল ৫০ শতাংশ
পাশাপাশি, সুস্থ হয়ে ওঠায় শনিবার হাসপাতাল থেকে দু'জনকে ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত মুম্বইয়ে ৭১ জন করোনার কবল থেকে মুক্তি পেযꦡ়েছেন। পুরনিগমের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৭৫ জনেরꦚ বিদেশে যাওয়ার রেকর্ড আছে। যে দেশগুলিতে করোনায় প্রকোপ পড়েছে। এছাড়াও সংস্পর্শ আসা ব্যক্তিদের খোঁজ করা, সংক্রামক পদক্ষেপ ও ফিভার ক্লিনিকের মাধ্যমে ৫৩১ জনের আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে।