সপ্তাহের চতুর্থ দিনেও সোনার দামে লাগাতার পতন অব্যাহত রইল ভারতের বাজারে। ꦑবুধবার এমসিএক্স সূচকে জুন ফিউচার দর অনুযায়ী সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.২৩% পতনের ফলে যাচ্ছে ৪৫,৫২০ টাকা।
পাল্লা দিয়♔ে এ দিন এমসিএক্স সূচকে রুপোর দরেও ০.৪% পতনের ফলে প্রতি কেজির দামﷺ যাচ্ছে ৪২,৮৭০ টাকা।
মঙ্গলবার প্রধান𝕴মন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সংকট মোকাবিলায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০,০০,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। তার জেরে বিনিয়োগকারীদের মধ্যে আশঙ💝্কার মাত্রা কিছুটা কমেছে, যার জেরে এ দিন সকালে তুলনায় চনমনে রয়েছে শেয়ার বাজার।
আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দাম ঊর্ধ্বমুখী। স্পট গোল্ড সূচকে সোনার দাম ০.৩% বেড়ে প্রতি আউন্সে ১,৭০১.৪৪ ডলার যাচ্ছে♋।
অন্য দিকে, চিনের উহান শহরে লকডাউন উঠে যাওয়ার পরে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় দফা শܫুরু হওয়ার খবরে ဣসোনার চাহিদা এবং দাম, দুইয়েরই উত্থান দেখা দিয়েছে।