রাজ্য সরকারে🍬র সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে বহাল অতিথি শিক্ষকদের বর্ধিত হারে ভাতা কার্যকর করতে শুরু হতে চলেছে ইন্ꦏটারভিউ প্রক্রিয়া।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি থেকে যোগ্য শিক্ষকদের সমস্ত নথি যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে উচ্চশিক্ষ♛া দফতর।
জানা গিয়েছে, নথি যাচাই পর্বের🐈 পরে কয়েক হাজার শিক্ষককে এবার ইন্টারভিউয়ে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের পরে তাঁদের নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চশিক্ষা দফতরের চার উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে গঠিত নিয়োগ কমিটি।
চূড়ান্ত ত🍒ালিকায় স্থান পাওয়া অতিথি শিক্ষকরা চলতি বছরের জানুয়ারি মাস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ৫,০০০ টাকা বর্ধিত ভাতা পাবেন।
শিক্ষামন্ত্রী জানিয়🐓েছেন, ইন্টারভিউ প্রক🧸্রিয়ায় নির্বাচিত হওয়ার পরে সংশ্লিষ্ট শিক্ষকদের এই বর্ধিত ভাতার বিষয়ে ‘অফার লেটার’ পাঠানো হবে।