সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ কেন্দ্র করে ফের হিংসায় আক্রান্ত হল হাওড়া। উলুবেড়িয়ার পরে সাঁকরাইলে হামলার নিশানায় পুলিশ। ঘটনায় জখম এক আইপিএস আধিকারিক-সহ ৩ পুলিশকর্মী।মঙ্গলবার রাতে সাঁকরাইলের তিনকপাটি পোল এলাকায় সংশোধিত নাগরিকত্ব বিল এবং এনআরসি-এর প্রতিবাদে মিছিল বের হয়। বিক্ষোভের জেরে রাস্তা অবরোধ করেন প্রতিবাদীরা। সেই অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী।অভিযোগ, পুলিশ পৌঁছতেই তাদের লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারীদের একাংশ। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।পরিস্থিতি সামলাতে পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কিন্তু তাতেও দমানো যায়নি হামলাকারীদের। উত্তেজনা বাড়লে অবস্থা সামলাতে নামে র্যাফ। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে বলে অভিযোগ।ঘটনায় জখম হয়েছেন বাহিনীকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকা হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার (সদর) আইপিএস আধিকারিক অজিত সিং যাদব। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাওড়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়।উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশে আবেদন জানান, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালাতে হবে। হিংসাত্মক প্ররোচনায় সাড়া দিতে তিনি বার বাহর নিষেধ করেন।