প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বড়সড় হামলার ছক কষেছে জইশ-ই-মহম্মদ। এক জইশ কম্যান্ডারের ফোন ট্যাপ করে ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) জানিয়েছে যে জইশ প্রধান মাসুদ আজহার ভারতে খুব বড় মাপের আক্রমণ হানার আপ্রাণ প্রচেষ্টা করছে।কয়েক দিন আগেই পাঁচ জইশ জঙ্গিকে গ্রেফকার করেছে পুলিশ। জেরায় জানা গিয়েছে, পাকিস্তান থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল বড় আক্রমণ পরিকল্পনা করার জন্য। জম্মু-কাশ্মীর ও দিল্লি রয়েছে সন্ত্রাসবাদীদের মূল টার্গেটদের মধ্যে।কয়েকদিন আগেই জইশের হেডকোয়ার্টাসে দেখা গিয়েছে মৌলানা মাসুদ আজহারকে। পাকিস্তানের ভায়ালপুরের এই কেন্দ্রেই প্রাথমিক ঝাড়াই-বাছাই করা হয় হবু জঙ্গিদের। এরপর থেকে পাক অধিকৃত কাশ্মীরে পাঠানো হয় সামরিক প্রশিক্ষণের জন্য। এদিন কড়া নিরাপত্তার মধ্যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেক রিহার্সাল হয়ে গেল দিল্লিতে।