Lockdown 2.0: আন্তঃরাজ্য পণ্য পরিবহনে বাধা-বিলম্ব নয়, রাজ্যগুলিকে বললেন গড়কড়ী
1 মিনিটে পড়ুন Updated: 28 Apr 2020, 08:10 PM ISTতবে বৈঠকে আন্তঃরাজ্য গণ পরিবহন শুরুর বিষয়ে আল♔োচনা হ🍌য়নি।
তবে বৈঠকে আন্তঃরাজ্য গণ পরিবহন শুরুর বিষয়ে আল♔োচনা হ🍌য়নি।
ꦛ রাজ্যগুলির গড়িমসির জন্য আন্তঃরাজ্য সীমান্তে আটকে রয়েছে লাখ লাখ পণ্যবাহী ট্রাক। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ী। ট্রাকগুলির চলাচলের ক্ষেত্রে যে বাধা রয়েছে, তা দ্রুত মেটানোর জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিলেন তিনি।
বিভিন্ন রাজ্যের পরিবহন মন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্স করেন গড়কড়ী। জানান, আন্তঃরাজ্য ছাড়পত্র ও স্ক্রিনিংয়ের জন্য প্রায় সাড়ে তিন লাখ আটকে আছেন। গড়কড়ী বলেন, 'এসব ক্ষেত্রে মন্ত্রীদের হস্তক্ষেপের প্রয়োজন আছে। আর স্থানীয় বা জেলা প্রশাসনের মাধ্যমে সমাধান নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নির্দিষ্ট দূরত্ব, মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার স্বাস্থ্যবিধি ও অন্যান্য নির্দেশিকা মেনে চলতে হবে। চালꦆক-⛦খালাসির পাশাপাশি ধাবাতেও তা করতে হবে।'
একইসঙ্গে শ্রমিকদের কারখানায় যাতায়াত, তাঁদের খাদ্য ও বাসস্থানের বন্দোবস্ত করার নির্দেশ দেন গড়কড়ী। কৃষিকাজে নিযুক্ত🍷 মানুষের সহায়তার জন্য় গ্রামীণ এলাকায় অ্যাপ-নির্ভর দু'চাকার ট্যাক্সি চালু করার দিকটিও রাজ্যগুলিকে খতিয়ে দেখার পরামর্শ দেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন : মুসলমানদে♑র থেকে সবজি🥂 কিনবেন না, নির্দেশ বিজেপি বিধায়কের
তবে বৈঠকে আন্তঃরাজ্য গণ পরিবহন নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন এক আধিকারিক। ত🧸িনি বলেন, 'রাজ্যগুলি জানিয়েছে, ৩ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার পর গণ পরিবহন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'
আরও পড়ুন : Lockdown 2.0: 'তিনশো করোনামুক্ত জেলাকে তীর্থস্থান ভাবতে হবে' - একনজ꧅রে মোদীর গুরুত্বপ🐠ূর্ণ মন্তব্য