Lockdown 2.0: 'লকডাউনের পরে যাব', বাবার শেষকৃত্যে না যাওয়ায় বললেন যোগী
1 মিনিটে পড়ুন Updated: 20 Apr 2020, 10:20 PM ISTসোমবার সকালে মৃত্যু হয় যোগী আদিত্যনাথের বাবার।
সোমবার সকালে মৃত্যু হয় যোগী আদিত্যনাথের বাবার।
উপযুক্তভাবে লকডাউন লাগু করার জন্য বাবার শেষকৃত্যে গেলেন🅘 না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লকডাউন পরিস্থিতিতে শেষকৃত্যে ন্যূনতম মানুষকে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : লকডাউন মানছে না বাংলা, ৭ জেলায়꧂ তদন্তকারী দল পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক
সোমবার সকালে দিল্লি এইমসে মৃত্যু হয় যোগীর বাবা আনন্দ সিং বিস্তের। তাঁর বয꧟়স হয়েছিল ৮৯। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) আওয়ানীশ কে আওয়াস্তি বলেন, 'সকাল ১০টা ২২ মিনিটে স্বর্গ পথে যাত্রা করেছেন। আমরা গভীরভাবে শোকাহত।'
আরও পড়ুন COVID-19 Updates: এবার দ♊ু'ঘণ্টার মধ্যে করোনা আক্রান্তদের ক্লেমের সিদ্ধান্ত নেবে বিমা সংস্থা
যোগীর বাবা ১৯৯১ সালে ফরে🍃স্ট রেঞ্জার হিসেবে অবসর নি🦂য়েছিলেন। জানা গিয়েছে, তাঁর কিডনি ও পাকস্থলীর সমস্যা ছিল।
আরও পড়ুন : দেশে করোনা আক্রান্ত ১৭ হাজারের ওপর, কলকাতা, মুম্বই, দিল্লি ও ইনদোরের 😼পরিস্থিতিতে চিন্তায় কেন্দ্র
পরে একটি টুইটবার্তায় যোগী বলেন, 'কোটি-কোটি প্রণাম করে পূজনীয় পিতাকে ব🌟িনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। লকডাউনের পরে যাব।'