আটাশ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের আতঙ্কে চলন্ত ট্রেন থেক♏ে লাফ মারলেন কমপক্ষে ২০ পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে সাতজনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ওড়িশার আঙ্গুল জেলার।
রবিবার সন্ধ্যায় করোনা কবলিত আমদাবাদ থেকে ওড়িশায় একটি 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেন আসছিল। আঙ্গুল জেলার মাঝিকার রেল ব্রিজের গতি কমতেই টജ্রেন থেকে লাফ মারেন কমপক্ষে ২০ জন🦄 শ্রমিক। বেনাগড়িয়া গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ বিরাবারা নায়েক বলেন, 'যদিও কমপক্ষে ২০ জন পালানোর চেষ্টা করেছিলেন। আমরা মাত্র সাতজনকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছি।'
পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, সাতজন পাশের দেওগড় জেলার বাসিন্দা। তিনি বলেন, 'তাঁরা ২৮ দিন কোয়ারেন্টাইনꦅ কেন্দ্রে থাকা নিয়ে শঙ্কিত ছিলেন। তাঁℱদের জেলার কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়েছে।'
উল্লেখ্𝓀য, তিনদিন আগেই নবীন পট্টনায়েকের সরকার জানিয়েছিল, ভিনরাজ্য ফেরত শ্রমিকদের ১৪ দিন নয়, বাধ্য়তামূলকভাবে ২৮ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।