প্🌳রতি বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি পালন করা হয়। চলতি বছর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহা শিবরাত্রি পালিত হবে। পুরাণমতে এদিনই পার্বতী ও শিবের বিয়ে হয়েছিল।
ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা চতুর্দশীর রাত্রি মহাশিবরাত্রি পালন করা হয়। সেই সময় ভক্তরা উপবা🎉স কর🍒েন ও শিবের মন্ত্রোচ্চারণ করেন। ভক্তরা কাছেপিঠের কোনও শিব মন্দির বা জ্যোতির্লিঙ্গে তীর্থ করতে যান।
এবার মহাশিবরাত্রির সম্পূর্ণ নির্ঘণ্ট :
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে -
চতুর্দশী তিথি শুরু :
বাংলা তারিখ : ৮ ফাল্গুন ১৪২৬।
ইংরেজি তারিখ : ২১ ফেব্রুয়ারি, ২০২০।
সময় : বিকেল ৫টা ২২ মিনিট।
নিশীথ রাত্রি শ্রীশ্রীশিব পূজা : রাত ১১টা ২৬ 👍মিনিট থেকে ১২টা ১৪ মিনিট।
চতুর্দশী তিথি শেষ :
বাংলা তারিখ : ৯ ফাল্গুন ১৪২৬।
ইংরেজি তারিখ : ২২ ফেব্রুয়ারি, ২০২০।
সময় : সন্ধ্যা ৭ টা ২ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে -
চতুর্দশী তিথি শুরু :
বাংলা তারিখ : ৮ ফাল্গুন ১৪২৬।
ইংরেজি তারিখ : ২১ ফেব্রুয়ারি, ২০২০।
সময় : বিকেল ৫টা ৪০ মিনিট ৪ সেকেন্ড।
নিশীথ রাত্রি শ্রীশ্রীশিব পূজা : রাত ১১টা🦩 ২৬ ম🉐িনিট থেকে ১২টা ১৪ মিনিট।
চতুর্দশী তিথি শেষ :
বাংলা তারিখ : ৯ ফাল্গুন ১৪২৬।
ইংরেজি তারিখ : ২২ ফেব্রুয়ারি, ২০২০।
সময় : সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিট ৩৫ সেকেন্ড।