মোবাইল ফোনের ডিসপ্লে যেগুলি বাইরে থেকে আনা হয় তার ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বসিয়েছে 🏅সরকার। এর ফলে মোবাইল ফোনের দাম ৩ শতাংশ বাড়বে। মোবাইল🤪 ফোন সংস্থাদের যৌথ সংগঠন ICEA-এর পক্ষ থেকে এটা জানান হয়েছে।
Indi✨a Cellular and Electronicsꦅ Association (ICEA) এর সদস্যদের মধ্যে আছে Apple, Huawei, Xiaomi, Vivo ও Winstron. আগেই ICEA এর সঙ্গে কথা বলেই সরকার এই শুল্ক চাপাবে বলে ঠিক করেছিল। এটির উদ্দেশ্য হল দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই ডিসপ্লে যাতে প্রস্তুত করা যায়, সেটিকে উৎসাহিত করা।
কিন্তু কোভিড ও অন্যান্য কারণে মোবাইল প্রস্তুককারকরা ঘরোয়া বাজারে এই ডিসপ্লের উৎপাদন বৃদ্ধি ক🌟রতে পারেনি। তবে শিল্পের প্রতিনিধিরা জানিয়েছেন তারা ভারতীয় ম্যানুফ্যাকচারিংকে উৎসাহ দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সারা বিশ্বে যাতে এই ক্ষেত্রে ম্যানুফ্যা﷽কচারিংয়ে ভারত এগিয়ে থাকতে পারে, সেই বিষয় সচেষ্ট মোবাইল প্রস্তুতকারকরা। কিন্তু আপাতত দেড় থেকে তিন শতাংশ ফোনের দাম বাড়তে চলেছে।