আর পাঁচদিনের মতো ক্লাস চলছিল। সেই সময় স্কুল চত্বরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। একটি কুকুরকে মুখে করে টেনে নিয়ে যায় সেটি। ঘটনাটি বেরেলির কীরাতপুরে গ্রামের।পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের বারাহি জঙ্গল সংলগ্ন একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক নিধি দিওয়াকার বলেন, 'বাচ্চারা কুকুরের আর্তনাদ শুনতে পায়। জানালার বাইরে তাকিয়ে তারা চিতাবাঘটিকে দেখতে পায়। তখন মাঠের দিকে কুকুরটিকে টেনে যাচ্ছিল। ওরা ভয় পেলেও ভাগ্যবশত কেউ ছুটে বাইরে বেরিয়ে যায়নি। বরং তারা ক্লাসের দরজা বন্ধ করে দেয়।'বুধবার সকাল আটটা নাগাদ সেই ঘটনার পর স্কুলের গ্রামবাসীদের খবর দেন প্রধান শিক্ষক। তাঁরা স্থানীয় বন আধিকারিকদের বিষয়টি জানান। খবর পেয়ে বনকর্মী ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসেন। পায়ের ছাপের পরীক্ষার পর তাঁদের অনুমান, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ছিল সেটি।