জানুয়ারি মাসে সব্জি, ডাল, মাছ, মাংসের দাম বাড়ার প্রভাব পড়ল খুচরো মুদ্রাস্ফীতির ওপর। জানুয়ারি মাসের জন্য রিটেল ইনফ্লেশন বা খুচরো মুদ্রাস্ফীতি ৭.৫৯ শতাংশ হয়েছে, যেটি সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৩৫ শতাংশ। গত বছরের জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ১.৯৭ শতাংশ। এর আগে ২০১৪ সালের মে মাসে ৮.৩৩ শতাংশ ছিল খুচরো মূল্যবৃদ্ধি।জানুয়ারিতে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ১৪.১৯ শতাংশ। এরমধ্যে সব্জির দাম বেড়েছে ৫০.১৯ শতাংশ। ডালের দাম বেড়েছে ১৬.৭১ শতাংশ। মাংস, ডিমের দামও দশ শতাংশের অধিক বেড়েছ। মুদ্রাস্ফীতি ছয় শতাংশের মধ্যে রাখার চেষ্টা করে রিজার্ভ ব্যাংক। পরপর দুই মাস সেই ঊর্ধ্বসীমা ভঙ্গ হল। এরফলে বিশেষজ্ঞদের অনুমান, সুদের হারে কোনও বদল আনবে না শীর্ষ ব্যাঙ্ক।