Sixth Pay Commission-এর সুপারিশ অনুযায়ী মাইনে বাড়তে চলেছে ১৬ হাজার পুলিশকর্মীর। এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। ২০০৬-এর জানুয়ারি মাস থেকে এরিয়ার বাবদ বর্ধিত অর্থ পাবেন এই পুলিশকর্মীরা। তবে নিজে থেকে নয়, আদালতের রায়ে বাধ্য হয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এর আগে ২০১১, ডিসেম্বর ১২ থেকে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী টাকা দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার। এর বিরুদ্ধে আদালতে মামলা করে পুলিশকর্মীরা। মোট ছয়টি পিটিশন জমা করা হয়। এরপর মামলা হয় হাইকোর্টে। দুপক্ষের কথা শুনে পুলিশকর্মীদের পক্ষে রায় দেয় হাইকোর্ট। কিন্তু তারপরেও বর্ধিত মাইনে পাননি তাঁরা। এরপর আদালত অবমাননার মামলা দায়ের করেন পুলিশকর্মীরা। এরপর রাজ্য সরকার থেকে জানানো হয় যে ২০০৬ সাল থেকেই ষষ্ঠ পে কমিশনের সুপারিশমাফিক বর্ধিত অর্থ দেওয়া হবে।