সোনার দামে𓃲 গত প্রায় এক সপ্তাহ লাগাতার ওঠাপড়া লেগে রয়েছে। যার জেরে বিয়ের বাজারে কখনও স্বস্তিতে থাকছে মধ্যবিত্ত, আবার কখনও বা উদ্বেগে ভুগছে গৃহস্থের পকেট। অন্য দিকে, সোনার দাম কমায় বিনিয়োগ নিয়েও দোটানায় বাজার।
রবিবারের তুলনায় সোমবার সকালে আবার কমল সোনার দাম। এ দিন কলকাতায় পাকা সোনার (২৪ 🐈ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে দাঁড়াল ৪১,৫০০ টাকা, গতকালের 🍒তুলনায় যা প্রায় এক হাজার টাকা।
আরও পড়ুন: Railway Job Openings: রেলে নিয়োগ, জেনে নিন বয়স, শিক্ষাগত যোগ্যতা, তারিখ
এ দিন কলকাতায় গয়নার ♛সোনার (২২ ক্যারাট) দাম দাঁড়াল প্রতি ১০ গ্রাম ৪০,১০০ টাকা। আর হলমার্ক সোনার গয়নার দাম দাঁড়াল প্রতি ১০ গ্রাম ৪০,৪৫০ টাকা।
সোনার পাশাপাশি রুপোর দামে বিশেষ হেরফের এ দিন দেখা যায়নি। কলকাতায় রুপোর বাট প্রতি কেজির দাম পড়ছে ৪৬,৬০০ টাকা। খুচরো রু🍃পোর দর কেজিপ্রতি যাচ্ছ𒀰ে ৪৬,৭০০ টাকা।
আরও পড়ুন: ধর্মঘট ও ছুটি মিলিয়ে মার্চে ৫ দিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা
একনজরে দেখে নেওয়া যাক স༺োমবার কলক🃏াতায় সোনা-রুপোর দাম:
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) –ಌ ৪১,৫০০ টাকা।