♛ বয়স ১৫ পার করেছেন বা ২৪ বছর পূর্ণ করেননি? তাহলে ভারতীয় রেলে চাকরির সুযোগ রয়েছে। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন : ♓Budget 2020-Non-Gazetted সরকারি চাকরির জন্য অভিন্ন পরীক্ষার ঘোষণা
ꦉঅ্যাপ্রেন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেলওয়ে। হাওড়া, শিয়ালদহ, মালদহ, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া, জামালপুর-সহ বিভিন্ন ডিভিশনে মোট শূন্যপদ সংখ্যা ২৭৯২।
আরও পড়ুন : 𓆏PSC Clerkship Exam: প্রকাশিত Answer Key, রইল ডাউনলোডের লিঙ্ক
শূন্যপদ :ꦍ ফিটার, ওয়েল্ডার, মেকানিকস (এমভি), মেকানিকস (ডিজেল), মেকানিক, ছুতোর, পেন্টার, কামার, লাইনম্যান (জেনেরাল), ওযারম্যান, ফ্রিজ অ্যান্ড এসি নেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেন্টেনেন্স (এমএমটিএম)-সহ বিভিন্ন পদে নিয়োগ হবে।
আরও পড়ুন : IBPS SO Mains- ফলাফল ঘোষিত, দেখে নিন ibps.in
গুরুত্বপূর্ণ তারিখ :
🧸১) আবেদন শুরুর প্রক্রিয়া : ১৪ ফেব্রুয়ারি, ২০২০ (সকাল ১০টা)।
🙈২) আবেদনের শেষ তারিখ : ১৩ মার্চ, ২০২০। (বিকেল সাড়ে ৬টা)।
আরও পড়ুন : ﷽NIOS Class 10 and Class 12 examination 2020: প্রকাশিত পরীক্ষার সময়সূচি
বয়স :🅠 যে প্রার্থীরা ১৫ বছর পূর্ণ করেছেন, তাঁরা আবেদন জানাতে পারবেন। অন্যদিকে, যে প্রার্থীরা ২৪ বছর পূর্ণ করেননি, তাঁরাও আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন জানানোর শেষদিন হিসেবে বয়স নির্ধারিত হবে।
🐓SC/ST প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর ছাড় দেওয়া হবে। OBC-NCL প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় তিন বছর ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় ১০ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন : 🅠New Tax Rate vs Old Tax Rate with deductions- E-Calculator ব্যবহার করে দেখুন
তবে ছাড়া পাওয়ার জন্য উপযুক্ত নথি পেশ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :ꦓ স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থার অধীনে) ৫০ শতাংশ নম্বর-সহ পাশ করতে হবে। পাশাপাশি NCVT/SCVT দ্বারা দেওয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুন ♔New Tax Rate vs Old Tax rate with deductions-চাকরি করুন বা ব্যবসা, কোনটা বাছা উচিত, জেনে নিন
♐কয়েকটি পদের ন্যূনতম যোগ্যতামান অষ্টম শ্রেণী। এক্ষেত্রেও NCVT/SCVT দ্বারা দেওয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। পদগুলি হল - ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক), শিট মেটাল ওয়ার্কার, লাইলম্যান, ওয়ারম্যান, ছুতোর, পেন্টার (জেনারেল)।
আরও পড়ুন: ♑আধার-প্যান লিঙ্ক না করলে বাড়বে বিড়ম্বনা, জানাল আয়কর দফতর
আবেদন ফি :🌺 ১০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে। তবে SC/ST/PWBD/মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আরও পড়ুন : 🌄ধর্মঘট ও ছুটি মিলিয়ে মার্চে ৫ দিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা
কোথায় আবেদন জানাবেন?
💜RRC/ER-এর অফিসিয়াল ওয়েবসাইটে (rrcer.com) গিয়ে নোটিশ বোর্ডে গিয়ে আবেদন জানাতে হবে।
আরও পড়ুন :ღBudget 2020: নয়া করনীতিতেও কোন বিনিয়োগের ওপর ছাড় মিলবে?