বাংলা নিউজ > বিষয় > Railway recruitment
Railway recruitment
সেরা খবর
সেরা ভিডিয়ো
ফর্ম ফিলআপের পর দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। অবশেষে (CEN 01/2019)-এর আওতায় তিনটি ক্যাটেগরির অনলাইন পরীক্ষার দিন ঘোষণা করা হল। রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানান,ꦓ আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। পরে পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করা হবে। এনটিপিসি, আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল এবং লেভেল-১ ক্যাটেগরির সেই পরীক্ষা নেওয়া হবে। এদিকে, করোনাভাইরাসের জেরে দেরি হলেও আরআরবি এএলপি পদে নির্বাচিত প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, ‘যাঁরা এএলপিতে ෴যোগ দেবেন, তাঁদের কীভাবে প্রশিক্ষণ হবে, সেই বিষয়ে আলোচনা চলছে। যেহেতু বাইরে প্রশিক্ষণ হয়, তাই যাবতীয় সতর্কতা মেনে চলা হবে।’ আর কী বলেছেন রেল বোর্ডের চেয়ারম্যান, দেখুন ভিডিয়োয় -
সেরা ছবি
- Railway Jobs: ভারতীয় রেলে গত ছয় বছরে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির ৭২ হাজারেরও বেশি পদ বিলুপ্ত করেছে। এই সময়ের মধ্যে, রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল রেলওয়েতে ৮১ হাজার পদ বাতিলের প্রস্তাবও পাঠিয়েছে। অর্থাৎ রেলের দেড় লাখের বেশি পদে ভবিষ্যতে আর কখনও নিয়োগ হবে না। সরকার মনে করে এগুলো অপ্রয়োজনীয় পদ। আধুনিকতার ধারায় চলমান রেলওয়েতে উপরোক্ত পদের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। এটা সত্যি যে তৃতীয়-চতুর্থ শ্রেণিতে জনবল হ্রাসের কারণে নিরাপদ ট্রেন চলাচলে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে।