রেলওয়ে💃 প্রোটেকশন ফোর্সে (আরপিএফ) প্রায় ৯,০০০ কনস্টেবল নিয়োগ করা হবে? এমনই একটি বিজ্ঞপ্তি🔯 ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছিল। যদিও রেলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, আরপিএফে প্রায় ৯,০০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, তা আদতে ভুয়ো। রেল মন্ত্রকের তরফে নিয়োগের (Indian Railways Jobs 2022) তেমন♑ কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারে চাকরি
আগামী দেড় বছরে প্রায় ১০ লাখ কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্র। মূল☂ত গ্রুপ 'বি' এবং গ্রুপ 'সি' শূন্যপদ পূরণের দিকে নজর দেওয়া হচ্ছে। 'হিন্দুস্তান টাইমস'-কে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের আধিকারিকরা।
কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, আপাতত কেন্দ্রে൩র বিভিন্ন দফতরে মোট ৯৭৯,৩২৭ শূন্যপদ আছে। গ্রুপ 'এ'-তে শূন্যপদের সংখ্যা ২৩,৪৫৪। গ্রুপ 'বি' পদে ১১৮,৮০৭ টি শূন্যপদ আছে। গ্রুপ 'সি'-তে শূন্যপদের সংখ্যা ৮৩৬,৯৩৬। সেইসঙ্গে একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারে নয়া পদ তৈরি এবং শূন্যপদ পূরণের দায়িত্ব আছে সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের উপর। নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্যপদ পূরণের জন্য সব মন্ত্রক বা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Viral༒ News: ৩৯ বার প্রত্যাখ্যান, অ𒊎বশেষে স্বপ্নের Google-এ চাকরি পেলেন যুবক, ভাইরাল পোস্ট
কেন্দ্রীয় সরকারে নিয়োগের ক🦹্ষেত্রে চার🌞টি বৃহত্তর বিভাগ আছে - গ্রুপ 'এ', গ্রুপ 'বি', গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি'। নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অবহিত এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দফতরে নিয়োগের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।