বারামুল্লার কাছে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তানি সেনা। সেই ঘটনায় আহত দুই জওয়ানের মৃত্যু হল। শনিবার একথা জানিয়েছেন আধিকারিকরা।এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, '১ মে রামপুর সেক্টরে বিনা প্ররোচনায় পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন। দুর্ভাগ্যবশত দুই আহত জওয়ান মারা গিয়েছেন। তাঁদের আত্মবলিদানকে স্যালুট জানাচ্ছে সেনা।'শুক্রবার প্রতিরক্ষা মুখপাত্র রাজেশ কালিয়া জানান, নিয়ন্ত্রণরেখা বরাবর রামপুর সেক্টরের কাছে দুপুর সাড়ে তিনটে নাগাদ বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। সেই ঘটনায় আহত হন তিন ভারতীয় জওয়ান। পালটা জবাব দেয় ভারতীয় সেনা।এর আগে, বৃহস্পতিবার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। ছোটো ছোটো অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করা হয়েছিল। ছোড়া হয়েছিল মর্টার। তার আগেরদিন পুঞ্চেরই মানকোটে ও মেন্ধার সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। চলতি বছরে এখনও পর্যন্ত ১,৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত বছর সেই সংখ্যাটা ছিল ৩,১৬৮। ২০১৮ সালে তা ছিল ১,৬২৯।