বাংলা নিউজ > হাতে গরম > ক্যারাভানে চেপে লাদাখ ট্রিপ! ১৮ রাজ্য পেরিয়ে মহিলার যাত্রার ভিডিয়ো ভাইরাল, কী বলল নেটপাড়া
কথায় বলে, ইচ্ছে থাকলে উপায় হয়। এই ব্যাপারটাও খানিকটা তাই। সপরিবারে লাদাখ যাওয়ার পরিকল্পনা ছিল মহিলার। কিন্তু সবাই মিলে নিজেদের গাড়িতে হইহই করে যাওয়া চাই। অতঃপর ফ্যামিলি ক্যারাভান নিয়েই বেরিয়ে পড়লেন তাঁরা। চালক ওই মহিলা নিজেই। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে গাড়ি চালিয়ে পৌঁছে গেলেন লাদাখ। প্রায় ১৮ রাজ্যের মধ্যে দিয়ে তাঁর ওই যাত্রার ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল।
আরও পড়ুন - আমিরের সঙ্গে এক ফ্রেমে ‘রাজুদা’! নেটিজেনদের প্রশ্ন, পরোটা খেয়ে কী বলল র্যাঞ্চো
দেখুন ভিডিয়ো -
ভিডিয়োতে রীতিমতো উপচে পড়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া। কোটির কোঠা ছাড়িয়ে গিয়েছে ভিউস, লাইক আর কমেন্টস। লাদাখ ট্রিপের এমন অভিনব পরিকল্পনা দেখে রীতিমতো আশ্চর্য হয়েছেন অনেকে। তবে সাধুবাদ জানাতে ভোলেননি কেউই।
হাতে গরম খবর