কাঠফাটা রোদ্দুর মাথায় নিয়ে দেখতে দেখতে মে মাসের অর্ধেক পেরিয়ে গেল। জুনের শেষে সাধারণত বর্ষা আসে। তার আগেই বর্ষার গান নিয়ে আগাম হাজির হলেন সুরকার, গীতিকার দেবজ্যোতি মিশ্র। 'মেঘে মেঘে মন বর্ষা' গানটা লিখেছেন ও সুর করেছেন তিনি। গেয়েছেন শিল্পী মধুছন্দা গঙ্গোপাধ্যায়। ইউটিউবে রিলিজ হল সেই মিউজিক ভিডিয়ো।
আরও পড়ুন - ‘রাজুদা’ এবার সিনেমায় আমির খানের সঙ্গে! ভিডিয়ো দেখে সবাই বলছে, পরোটা খেয়ে কী বলল র্যাঞ্চো
শুনে নিন এখানে
এই গান প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্রের কথায়, ‘ মধুছন্দা একজন দারুণ সম্ভাবনাময় শিল্পী। ওঁর নিজের একটা আলাদা ধরন আছে। রাগাশ্রয়ী বাংলা গান থেকে ভারতীয় পপ ধারার গান — দুই দিকেই ও খুব স্বচ্ছন্দে গাইতে পারে।’ অন্যদিকে শিল্পীর কথায়, ‘দেবুদার সাথে কাজ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। প্রথম মিউজিক ভিডিও বলে অনেক কিছুই আমার অজানা ছিল, উনি সেগুলো হাতে কলমে শিখিয়েছেন। এই কাজের অভিজ্ঞতা আমার জীবনে এক পরম পাওয়া। ভবিষ্যতেও নতুন বাংলা গান করার ইচ্ছা আছে।’