মাত্র কয়েক ঘণ্টার অভিযানেই উদ্ধার হল শতাধিক বোমা! সংখ্য়াটা বাড়তে পারে আরও। তাই, আগামী পাঁচদিন ধরে চলবে এই বোমা উদ্ধার অভিযান। এই ঘটনা মুর্শিদবাদের সামশেরগঞ্জের।
উল্লেখ্য, সম্প্রতি ওয়াকফ আইনের প্রতিবাদের নামে এই সামশেরগঞ্জেই ছড়িয়ে পড়েছিল হিংসার আগুন। সেই উত্তাপ আপাতত কমে এলেও গত কয়েক দিন ধরে এখানকার বিভিন্ন এলাকায় বারবার বোমা উদ্ধার, এমনকী বোমা ফেটে আহত হওয়ার মতো ঘটনাও ঘটেছে।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে - কয়েক দিন আগেই এলাকার একটি আমবাগান থেকে ২৫টি বোমা উদ্ধার করা হয়েছিল। ঠিক তার পরদিন, ওই একই জায়গায় খানিকটা এগিয়ে একটি ঝোপের মধ্যে আরও ২১টি বোমা পাওয়া যায়। এরপর গত সোমবার এক বালিকা খেলার জন্য বল ভেবে বোমা হাতে তুলে নেয়। সেই বোমা ফেটে জখমও হয় সে।
এরপরই নড়েচড়ে বসে সামশেরগঞ্জের পুলিশ। কোথায় কোথায় বোমা লুকোনো রয়েছে, তার খোঁজ পেতে বিস্তীর্ণ এলাকায় একটানা ছ'দিনের তল্লাশি অভিযান শুরু করা হয়। যার প্রথম দিন ছিল আজ (বুধবার - ১৪ মে, ২০২৫)। আর এই প্রথম দিনের অভিযানে প্রথম কয়েক ঘণ্টাতেই উদ্ধার হয় শতাধিক বোমা। সামশেরগঞ্জের বাবুপুর এবং আলমশাহি এলাকা থেকে সেগুলি উদ্ধার করা হয়। এদিক ওদিক খুঁজে, ঝোপঝাড়ের আড়াল থেকে এইসব বোমা বাজেয়াপ্ত করা হয়। কাজে লাগানো হয় ডগ স্কোয়াডকে। যদিও পুলিশের অনুমান - আগামী পাঁচদিনে আরও অনেক বোমা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, বুধবার সকালে প্রথমে বাবুপুর এলাকার একটি আমবাগান লাগোয়া ঝোপের ভিতর থেকে বোমা উদ্ধার করা হয়। পরে আলমশাহিতেও একটি আমবাগান থেকে বোমা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট এলাকা পুরো ঘিরে এই অভিযান চালায় পুলিশ। নামানো বম্ব স্কোয়াডকে।
পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এলাকায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে। সামশেরগঞ্জের সর্বত্র তল্লাশি চালিয়ে ১০০ শতাংশ বিস্ফোরক উদ্ধার করতে চাই আমরা। তার জন্য প্রশিক্ষিত দল কাজ করছে। আগামী পাঁচদিন এই অভিযান চলবে।'