এআইღয়ের যুগে যেন সবই খুব সহজ হয়ে গিয়েছে। সম্প্রতি এক ভিডিয়োতেও সেটাই ফের যেন প্রমাণিত হয়ে গেল। ফেসবুকে ভাইরাল একটি রিলে সম্প্রতি একটি তরুণী কম খরচে লাখ টাকা আয়ের সুযোগ বলে দিলেন। কীভাবে কম খরচে বা একেবারে খরচ না করেই রিল বানানো যায় তার হদিস দিলেন।
আরও পড়ুন - V🍎iral Video: পাহাড়ের ঢাল বেয়ে মজার খেলায় মাতল ছোট্ট হাতি! কাণ্ড দেখে রীতিমতো থ নে🍒টপাড়া
ভিডিয়োতে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন অ্যানিমে൲টেড ভিডিয়ো ভাইরাল হচ্ছে। এগুলি এআই দিয়ে সহজেই তৈরি করা যায়। প্রথমে এর জন্য চ্যাটজিপিটি বা তেমন একটি অ্যাপে গিয়ে ফানি জোকস লিখতে হবে। তাহলেই চলে আসবে কিছু জোকস। সেটি কপি করে অন্য এক এআই অ্যাপ দিয়ে স্পিচ বা কথায় পাল্টে ফেলতে হবে। এবার অ্যানিমেশন বানানোর অ্যাপে ফেলে ওই ভয়েস ফাইল জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে একটি অ্যানিমেটেড ভিডিয়ো। লাখ লাখ ভিউজ আসে এই ধরনের ভিডিয়ো। ফলে কিছুদিনের মধ্যেই এখান থেকে টাকা কামানো কোনও ব্যাপারই নয়।