এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার তারিখ, এসএসসি সিজিএল পরীক্ষার তারিখ: এসএসসি কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেলের (SSC CGL) নিয়োগ প্রক্রিয়ার টিয়ার-২ পরীক্ষার 🅰ন༒ির্ঘণ্ট প্রকাশ করা হল। সেইসঙ্গে স্টাফ সিলেকশন কমিশন (SSC) জিডি কনস্টেবল নিয়োগ পরীক্ষারও নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে পরীক্ষার দিনক্ষণ দেখতে পারবেন। দুটি নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৫৭,২০৮।
SSC CGL টিয়ার-২ পরীক্ষার দিনক্ষণ
আগামী ১৮ জানুয়ারি, ১৯ জানুয়ারি এবং ২০ জানুয়ারি এসএসসি কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেলের (SSC CGL) নিয়োগ প্রক্রিয়ার টিয়ার-২ পরীক্ষা হ༺য়েছে। গত ৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত SSC CGL টিয়ার-১ পরীক্ষা হয়েছিল। এখনও সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। যখন কমিশনের তরফে SSC CGL টিয়ার-১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, তখন কীভাবে রেজাল্ট দেখতে হবে?
১) স্টাফ♔ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-তে যেতে হবে।
২) 'Results' ট্যাবে যেতে হবে।
৩) CGL পেজে যেতে হবে।
৪) রেজাল্টের PDF খুলতে হবে। রোল নম্বর দিয়ে নিজের রেজাল্ট দেখতে হবে প্রার্থীদ𒀰ের।🐠
SSC Constable GD পরীক্ষার দিনক্ষণ
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৭ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি, ১৩ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৫ ফেব্রুয়ারি এসএসসি জিডি কনস্টেবল নিয়োগের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটিไ) হবে।
SSC CGL নিয়োগ প্রক্রিয়া
এসএসসি সিজিএল নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’-র শূন্যপদ পূরণ করা হবে। যে তালিকায় আছে অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, অ্য়াসিসট্যান্ট সেকশন অফিসার, অ্য়াসিসট্যান্ট এনফোর্সমেন্ট অ্য়াসিসট্যান্ট, ইনকাম🎶 ট্যাক্সের অফিসার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্য়াসিসট্যান্ট/আপার ডিভিশন ক্লার্ক, অড🐼িটর, ট্যাক্স অ্য়াসিসট্যান্ট, অ্যাকাউন্টটেন্ট বা জুনিয়র অ্যাকাউন্টটেন্ট, জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসারের মতো পদ।
আরও পড়ুন: Job News: বছর শেষের আগেই পূর্বরেলে ফের নিয়োগ! কত শূন্যপদ? কীভা𝄹বে কারা আবেদন করবেন
SSC Constable GD পরীক্ষা
সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) এবং এসএসএফে কনস্টেবল (জিডি), অসম রাইফেলসে রাইফেলম্যান (জিডি) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে সিপাহির পদ পূরণ করা হয়ে থা🍰কে। ২০২৫ সালের জিডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ৫২,৬৯🍸,৫০০ জন আবেদন করেছেন। যেখানে শূন্যপদের সংখ্যা মাত্র ৩৯,৪৮১। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল নিয়োগে একটি পদের জন্য ১৩৩ জন প্রার্থী আছেন।
আরও পড়ুন: UGC New Rule: 🍌ডিগ্রি মিলবে চটজলদি! আরও কম সময়ে কোর্স শেষের নিয়ম আনতে চলেছে UGC
SSC Constable GD পরীক্ষার শূন্যপদ
১) বিএসএফ: ১৫,৬৫৪
২) সিআইএসএফ: ৭,১৪৫
৩) সিআরপিএফ: ১১,৫৪১
৪) এসএসবি: ৮১৯
৫) আইটিবিপি: ৩,০১৭
৬) অসম রাইফেলস: ১,২৪৮
৭) এসএসএফ: ৩৫
৮) এনসিবি: ২২