কোচদের প্রশিক্ষণ দিতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) সহযোগিতায় অনলাইন কোচ এডুকেশন প্রোগ্রাম শুরু করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডরেশন (AIFF)। ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। কোর্সটি শেষ হবে ২ মে।লকডাউনে ইতিমধ্যে স্কুল কলেজে অনলাইন পড়াশোনা শুরু হয়েছে। পিছিয়ে নেই ফুটবল ফেডারেশনও। সংগঠনের উদ্যোগে শুরু হতে চলেছে ১৩ দিনের বিশেষ রিফ্রেশার্স কোর্স।আশা করা যাচ্ছে, দেশজুড়ে SAI ও AIFF অনুমোনপ্রাপ্ত ৪০০ থেকে ৫০০ কোচ এই প্রোগ্রামে অংশ নেবেন। এই অভিনব অনলাইন এডুকেশন প্রোগ্রাম কোচদের ফুটবল প্রশিক্ষণ পদ্ধতিকে অনেক উন্নত করবে বলে জানিয়েছেন, AIFF-এর প্রধান ফুটবল কোচ স্যাভিও মেডেরা।জানা গিয়েছে, প্রশিক্ষণ শিবিরের ওপেনিং সেশন পরিচালনা করবেন স্বয়ং মেডেরা। অন্যান্য সেশনগুলিতে প্রশিক্ষণ দেবেন বর্তমান পুরুষদের ফুটবল দলের প্রধান কোচ-সহ AIFF-এর অন্যান্য ইনস্ট্রাক্টররা।খেলার মাঠ বা ড্রেসিংরুমের প্রতিকূল পরিস্থিতি কী ভাবে নিয়ন্ত্রণ করতে হয়, দলের খেলোয়াড়দের কী ভাবে নিয়ন্ত্রণ করতে হয় ইত্যাদি সব কিছুই বিশেষজ্ঞদের মাধ্যমে শেখানো হবে এই অনলাইন কোচ এডুকেশন প্রোগ্রামে।কোচিং কোর্সের বিষয়ে বিষদে জানতে যোগাযোগ করতে হবে AIFF-এর নিজস্ব ওয়েবসাইটে।