NET, ARS এবং STO-র কম্বাইন্ড এক্সাম ২০২১-এর জন্য নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু করল এগ্রিকালচারাল সায়েন্টিস্টস রিক্রুটমেন্ট বোর্ড (ASRB)। ৫ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হয়েছে। ASRB-র আধিকারিক ওয়েবসাইট asrb.org.in-এ গিয়ে পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা। আবেদন জানানোর শেষ তারিখ ২৫ এপ্রিল ২০২১।সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ASRB, NET-২০২১, ARS-২০২১ (প্রিলিমিনারি) এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার (STO) (T6)-এর কম্বাইন্ড পরীক্ষার আয়োজন করবে ২১ জুন থেকে ২৭ জুন ২০২১-এর মধ্যে। আবার ARS-২০২১ মেইন পরীক্ষাটি হবে ১৯ সেপ্টেম্বর ২০২১ সালে। স্লটভিত্তিক এই পরীক্ষাগুলি ভারতের নানান রাজ্যের মোট ৩২টি সেন্টারে অনলাইন কমপিউটার বেসড মোডে গ্রহণ করা হবে।আবেদন ফিঅংসরক্ষিত ক্যাটাগরির জন্য প্রার্থীদের ARS এবং STO-র পরীক্ষার জন্য ফি হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে। অন্য দিকে NET পরীক্ষার জন্য দিতে হবে ১০০০ টাকা। অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল বা অক্ষম এবং ওবিসি প্রার্থীদের পরীক্ষা পিছু ৫০০ টাকা ফি জমা দিতে হবে। এসসি, এসটি, পার্সনস ইউথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, মহিলা প্রার্থীদের শুধুমাত্র NET পরীক্ষার জন্য ২৫০ টাকা দিতে হবে। ফি জমা দিতে হবে অনলাইনে।