CU 4th Semester Exam Result 2023: আজ প্রকাশিত হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, কীভাবে দেখবেন? মার্কশিট কবে?
1 মিনিটে পড়ুন Updated: 26 Sep 2023, 09:39 AM IST-
২)
কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতু্র্থ সেমেস্টারের রেজাল্ট দেখতে হবে?
১) wbresults.nic.in-তে যেতে হবে।
২) যে পেজ খুলে যাবে, সেটার ঠিক উপরেই 'Latest Announcement' দেখতে পাবেন। নীচেই থাকবে ‘B.A./B.Sc. Semester-💫IV (Honours/General/Major) Examinations,✅ 2023 (Under CBCS) Results published on Tuesday, 26th September, 2023 at 4.30 PM’। ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেটার ঠিক উপরেই ‘B.A./B.Sc. Semester-IV (Honours/General/Major) Examinations, 2023 (Under CBCS)’ থাকবে। নীচেই 'Please 🐈Enter Your Roll No' এবং 'Enter Captcha' দেখতে পাবেন। নিজের রোল নম্বর এবং ক্যাপটা দিয়ে 'Submit' করতে হবে। তাহলেই স্ক্রিনে আপনার 💮রেজাল্ট দেখাবে। যা ভবিষ্যতের জন্য রেখে দিন।
কলকাতা বিশ্ববিদ্যালয়েরܫ তরফে জানানো হয়েছে, ১২ ডিজিটের যে রোল নম্বর দিতে হবে, তাতে হাইফেন ব্যবহার করা যাবে না। হাইফেন ছাড়াই নিজ🍨ের ১২ সংখ্যার রোল নম্বর দিতে হবে।
আরও পড়ুন: Constable hiring age limit change: কনস্টেবল নিয়োগে বয়🌸সসীমা বাড়িয়ে ಌ৩০ বছর করার ভাবনা
কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতু্র্থ সেমেস্টারের মার্কশিট দেওয়া হবে?
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টো ৩০ মিনিট থেকে কলেজের প্রতিনিধিদের হাতে গেজেট ও গ্রেডশিট তুলে দেওয়া হবে। 'রেজাল্ট (মেজর) অ্যান্ড কম্পিউটার সেল-১ সেকশন' থেকে কলেজের প্রতিনিধিরা কলেজভিত্তিক কলেজ এবং গ্রেডশিট স🔯ংগ্রহ করতে পার♍বেন।