দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গায় করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সার্বিকভাবে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ষষ্ঠ স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University বা CU)। রাজ্যে🌱র অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থান দখল করেছে।
মঙ্গল꧒বার টুইটারে মমতা বলেন, 'দৃষ্টান্তমূলক কাজের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পাওয়ার বিষয়টি সকলের সঙ্গে ভাগ করে নিতে গর্ববোধ করছি। ২০২🧸২ সালে ভারতের সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে ইন্ডিয়া টু'ডের সমীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে ষষ্ঠ স্থানে আছে এবং রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম হয়েছে।'
আরও পড়ুন: CU in NIRF Ranking 2022: দেশের সেরার তালিকায়ꩲ কলকাতা বিღশ্ববিদ্যালয়! কেন্দ্রের র্যাঙ্কিংয়ে হল অষ্টম
সেইসঙ্গে মমতা জ♚ানান, গত তিন বছর পিএইচডি সম্পূর্ণ করা প্রার্থ🧔ী এবং স্বত্ব প্রদানের সংখ্যার নিরিখে দ্বিতীয় আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 'কেরিয়ার প্রোগ্রেসন অ্যান্ড প্লেসমেন্ট'-র নিরিখে সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। মমতা বলেন, 'সমস্ত পড়ুয়া, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অভিনন্দন।'
NIRF র্যাঙ্কিং ২০২২
গত মাসে ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২২’ (ন্যাশনাল ইন্ಌডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন ক☂েন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় আছে - কলকাতা এবং যাদবপুর। তবে এবার যাদবপুরের নীচে নেমে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। গতবার চতুর্থ স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
গতবারের থেকে অবশ্য এবারের NIRF Ranking-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) স্কোর বেড়েছে। গতবার ৬২.০৬ পেয়েছিল। এবার স্কোর দাঁড়িয়েছে ৬২.২৩। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্কোর ৬৫.৩৭ হয়েছে। গতবারের ‘ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে’ যাদবপুর বিশ্ব🔯বিদ্যালয়ের ৬০.৩৩ স্কোর ছিল।
আরও পড়ুন: কোভিডের জেরে সেমেস্টার ক্লিয়ার না থাকলে ফাইনালের কী হবে? বড় নির্দেশ হাইꦡকোর্টের
দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং (প্রথম দশ)
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু।
- জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
- জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।
- যাদবপুর বিশ্ববিদ্যালয়।
- অমৃত বিশ্বপীঠ।
- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
- মণিপাল অ্যাকাডেমি।
- কলকাতা বিশ্ববিদ্যালয়।
- ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভেল্লোর।
- হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।