পশ্চিমবঙ্গের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। আগামী ৮ মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। অসম, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশಌিত হয়ে গিয়েছে। কিন্তু কবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির রেজাল্ট ঘোষণা করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুল খোলা হল। cbseresults.nic.in-র তথ্য অনুযায়ী, আগামী ২০💃 মে'র পরে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। তবে কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।
সিবিএসইয়ের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট
— চলতি বছর প্রায় ৩৯ লাখ পড়ুয়া সিবিএসইয়ের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দি🅺য়েছে। তারা রেজা⛦ল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
— সিবিএসইয়ের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টে কী কী তথ্য থাকবে? পডুয়াদে✤র নাম, বিষয়ভিত্তিক নম্বর, সার্বিকভাব⛎ে গ্রেড-সহ বিভিন্ন তথ্য থাকবে।
— কোন কোন জায়গা থেক🍨ে সিবিএসই বোর্ড পরীক্ষার🥀 রেজাল্ট দেখা যাবে? cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, digilocker.gov.in এলং results.gov.in।
— সিবিএসইয়ের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা🍌র কোনও মেধাতালিকা প্রকাশ করা হয় না। কোনও বোর্ড পরীক্ষার ক্🌄ষেত্রেই মেধাতালিকা প্রকাশ করবে না কেন্দ্রীয় বোর্ড।
— ২০২৪ সালে সিবিএসইয়ের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ১৩ ম🉐ার্চ পর্যন্ত। আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ২ এপ্রিল পর্যন্ত।
কীভাবে CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে হবে?
১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়💧াল ওয়েবসাইট cbse.gov.in বা cbseresults.nic.in-তে যান।
২) হোমপেজে ‘CBSE Class 10th Result’ বা ‘CBSE Class 12th Result’-র লিঙ্ক দেখতে পাব꧟েন।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। তাতে রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্🐻ডের আইডি লিখে 'S🅰ubmit' করতে হবে পড়ুয়াদের।
৪)𒈔 স্ক্রিনে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম বাꦛ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।