সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত হল। পরীক্ষার্থীরা cbseresults.nic.in থেকে নিজেদের ♛রেজাল্ট দেখতে পারবেন। তাছাড়া digilocker.gov.in, results.𒅌gov.in-র মতো ওয়েবসাইট থেকেও সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে। তারইমধ্যে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে যে এবার ৮৭.৯৮ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। অর্থাৎ গতবারের থেকে সামান্য বেড়েছে পাশের হার। ২০২৩ সালে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার ছিল ৮৭.৩৩ শতাংশ।
CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের আপডেট
— সিবিএসইয়ের দ্বাদশ শ্রেণির জন্য ২০২৪ সালে মোট ১৬,৩৩,৭৩০ জন নাম নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দেন ১৬,২১,২২৪ জন। মোট ১৪,২৬,৪ဣ২০ জন পাশ করেছেন। পাশের হার হল ৮৭.৯৮ শতাংশ। গতবারের থেকে পাশের হার বেড়েছে ০.৬৫ শতাংশ।
— অঞ্চল-ভিত্তিক পাশের হারে জয়জয়কার দক্ষিণ ভারতের। শীর্ষে আছে কেরলের ত্রিবান্দ্রম (৯৯.৯১ শতাংশ)। তারপর আছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া (৯৯.০🌸৪ শতাংশ), তামিলনাড়ুর চেন্নাই (৯৮.৪৭ শতাংশ) এবং কর্ণাটকের বেঙ্গালুরু (৯৬.৯𒉰৫ শতাংশ)।
— অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে পাঁচে আছে পশ্চিম দিল্লি (৯৫.৬৪ শতাংশ)। ছয়ে আছে পূর্ব দিল্লি (৯৪.৫১ শতাংশ)। তারপর আছে যথাক্রমে চণ্ডীগড় (৯১.০৯ শতাংশ)🌼, পঞ্চকুলা (৯০.২৬ শতাংশ), পুণে (৮৯.৭৮ শতাংশ), আজমেঢ় (৮৯.৫৩ শতাংশ), দেরাদুন (৮৩.৮২ শতাংশ), পাটনা (৮৩.৫৯ শতাংশ), ভুবনেশ্বর (৮৩.৩৪ শতাংশ), ভোপাল (৮২.৪৬ শতাংশ), গুয়াহাটি (৮২.০৫ শতাংশ), নয়ডা (৮০.২৭ শতাংশ) এবং প্রয়াগরাজ (৭৮.২৫ শতাংশ)
— ২০২৪ সালে ছাত্র, ছা🐬ত্রী এবং তৃতীয় লিঙ্গের পাশের হার: ৯১.৫২ শতাংশ ছাত্রী পাশ করেছেন। ছাত্রদের পাশের হার ৮৫.১২ শতাংশ। ট্রান্সজেন্ডারদের পাশের হার ৫০ শতাংশ।
— ২০২৩ সালে ছাত্রীদের পাশের হার ছিল ৯০.৬৮ শতাংশ। ৮৪.৬৭ শতাংশ ছাত্রী পাশ করেছিলেন। ট্🍸রান্সজেন্ডারদের পাশের হার ছিল﷽ ৬০ শতাংশ।
কীভাবে CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) CBSE দ্বাদশ শ্রেণ♏ির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার জন্য -তে যেতে হবে।
২) হোমপেজের 'Examination Results 2024' আছে। সেটার নীচেই তিনটি লিঙ্ক আছে- ‘Senior School Certificate 🌟Examination (Class XII)𒁏 Results 2024 (Link 1) - Announced on 13th May 2024’, ‘Senior School Certificate Examination (Class XII) Results 2024 (Link 2) - Announced on 13th May 2024 এবং ’Senior School Certificate Examination (Class XII) Results 2024 (Link 3) - Announced on 13th May 2024'। যে কোনও একটি লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। উপরেই 'Senior School Cer෴tificate Examination꧂ (Class XII) Results 2024' আছে। সেটার নীচে তিনটি ফাঁকা জায়গা রয়েছে। রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি দিয়ে 'Submit' করতে হবে।
৪) তাহ🍨লেই স্ক্রিনে CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাဣর রেজাল্ট দেখাবে।
CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক -