কোভিড নির্দেশিকা মেনে সমস্ত রাজ্য সরকারকে মেডিক্যাল কলেজগুলি আগামী ১ ডিসেম্বর বা তার আগেই পুনরায় খুলে দেওয়ার বিষয়ে উদ্যোগী হতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনাভাইরাস সংক্রমণের জেরে সারা দেশে গত মার্চ থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মতো মেডিক্যাল কলেজ গুলিও বন্ধ হয়ে যায়।বুধবার সমস্ত রাজ্যের মুখ্যসচিব ও প্রশাসকদের চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ স্নাতক প্রশিক্ষণের সুবিধার্থে মেডিকেল কলেজ-হাসপাতালে পর্যাপ্ত সংখ্যায় নন-কোভিড শয্যা রাখার পরামর্শও দেন। চিঠিতে জানানো হয়েছে, মেডিক্যাল কলেজগুলি খোলার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক সহমত পোষণ করেছে।ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) আগামী ১ ডিসেম্বর বা তার আগে MBBS পাঠরত পড়ুয়াদের জন্য মেডিক্যাল কলেজ গুলি খুলে দেওয়ার সুপারিশ করে। তারপরই কেন্দ্র রাজ্যগুলিকে চিঠি দেয়।NMC জানিয়েছে, বর্তমান ইন্টার্ন ব্যাচের (২০২০) ক্লিনিক্যাল ট্রেনিং এখনও শেষ হয়নি। যতক্ষণ না এটা তাঁরা করছেন, ততক্ষণ তাঁরা PG-NEET পরীক্ষায় বসতে পারবেন না। যত তাড়াতাড়ি এই ট্রেনিং শেষ হবে সেইমতো ২০২১-২২ শিক্ষাবর্ষের পিজি-এনইইটিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। NMC জানিয়েছে, ট্রেনিং শুরু হতে দেরি হলে তার প্রভাব পড়বে পরবর্তী PG ও সুপার স্পেশালিটি কোর্সের উপর।মেডিকেল কলেজ খোলার সঙ্গে সঙ্গে UG-র প্রশিক্ষণের সুবিধার্থে সমস্ত মেডিকেল কলেজগুলিতে হাসপাতালের নন-কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত সংখ্যক শয্যা থাকা দরকার এবং নন-কোভিড রোগীদের জন্য বহির্বিভাগ-সহ যাবতীয় বিভাগের ব্যবস্থাপনা পুনরায় চালু করা দরকার। তা ইতিমধ্যে সম্পন্ন না হলে তা চালু করতে হবে বলে NMC জানিয়েছে।NMC আরও জানিয়েছে, বর্তমানের শিক্ষার্থীরাই ভবিষ্যতের ডাক্তার। স্বাস্থ্যসেবা পরিষেবার সহজাত সমস্যা ও সুযোগগুলি সম্পর্কে ধীরে ধীরে শিক্ষার্থীদের পরিচিত হতে হবে। করোনা পরিস্থিতিতে মহামারী ম্যানেজমেন্ট স্কিল শেখার সুযোগ শিক্ষার্থীদের হাত ছাড়া করা উচিত নয় বলেও জানিয়েছে NMC।