CISCE Class 10th and 12th Result 2024: রাত পেরোলেই ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট! কীভাবে ও কোথায় দেখবে? জানুন এক ক্লিকেই
1 মিনিটে পড়ুন Updated: 06 May 2024, 12:20 AM IST- এবং -তে রেজাল্ট দেখা যাবে। তাছাড়াও CAREERS পꩵোর্টাল এবং DigiLocker থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।&n🧸bsp;
ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে হবে?
১) কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট results.cisce.org-তꦺে যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকেই 'COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATIONS' আছে। সেটার নীচে কোর্স, ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index Num👍ber) এবং ক্যাপচা (Captcha) আছে। কোর্সের মধ্যে দুটি অপশন আছে - ICSE এবং I﷽SC। যে পড়ুয়ারা যে পরীক্ষা দিয়েছে, তাদের সেটা বেছে নিতে হবে। বাকি তথ্যপূরণ করে ‘Show Result’-এ ক্লিক করতে হবে।
৩) স্ক্রিনে ICSE বা ISC পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তাছাড়াও ‘Print Result’-তেꦅ ক্লিক করে ICSE এবং ISC পরীক্ষার মার্কশিট ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা।
আরও পড়ুন: ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট 'রি-চেকিং' এবং 𒊎পুনর্মূল্যায়ন করা হবে কতদিন? কত টাকা লাগবে?
আর হবে না কম্পার্টমেন্ট পরীক্ষা
এই মরশুম থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট পরীক্ষা নেবে না কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন। তবে আগামী জুলাইয়ে 'ইমপ্রুভমেন্ট' পরীক্ষা নেওয়া হবে। CISCE-র চিফ এক্সিকিউটিভ এবং সচিব এমানুয়েল বলেন, 'যে পড়ুয়ারা একই বছরে নিজেদের নম্বর বা গ্রেড আরও ভালওো করতে চায়, তারা সর▨্বাধিক দুটি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে।'
উল্লেখ্য, ২০২৪ সালে ICSE পরীক্ষা শুরু হয়েছিল ২১ ফেব্রুয়ারি থেকে। আর পরীক্ষা চলেছিল ২৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি থেকে ISC পরীক্ষা শুরু হয়েছিল। আর পরীক্ষা চলেছিল ২ এপ্রিল পর্যন্ত। তবে ISC-র কেমিস্ট্রি পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। অর꧑্থাৎ পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি পাঁচ সপ্তাহের মধ্যেই কাউন্সিল অফ 🦂ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে।