কনস্টেবল/ফায়ার (পুরুষ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। ১,১৪৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ৪ মার্চ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইট www.cisf.gov.in থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।শিক্ষাগত যোগ্যতাআবেদনের শেষদিনের মধ্যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। অর্থাৎ আগামী ৪ মার্চের মধ্যে কেউ যদি বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান, তাহলে তিনি আবেদন করতে পারবেন।বয়সসীমা১৮ বছর থেকে ২৩ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২০২২ সালের ৪ মার্চের নিরিখে বয়সের সীমা বিবেচনা করা হবে। অর্থাৎ যে প্রার্থীরা ১৯৯৯ সালের ৫ মার্চের আগে জন্মগ্রহণ করেছেন বা ২০০৪ সালের ৪ মার্চের পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন।কীভাবে নিয়োগ করা হবে? শারীরিক দক্ষতার পরীক্ষা (ফিজিকাল এফিয়েন্সি টেস্ট বা ফিজিকাল স্ট্যান্ডার্ড টেস্ট), লিখিত পরীক্ষা (ওএমআর/কম্পিউটার বেসড টেস্ট) হবে। প্রার্থীদের অবশ্যই পূরণ করতে হবে শারীরিক দক্ষতার মাপকাঠি। যা নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। দেখে নিন সেই মাপকাঠি - আবেদন ফি১০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, এক্স-সার্ভিসম্যানদের কোনও আবেদন ফি লাগবে না। অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। জেনারেট করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) চালান। তা ব্যাঙ্কের শাখায় গিয়ে জমা দিতে হবে। আগামী ৪ মার্চ রাত ১১ টা ৩০ মিনিটের মধ্যে যদি চালান জেনারেট করেন, তাহলে আগামী ৭ মার্চের মধ্যে ব্যাঙ্কে গিয়ে চালান জমা দিতে পারবেন।বেতনপে লেভেল ৩-এর আওতায় মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।অনলাইনে আবেদনের ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন।