লকডাউনের জেরে স্ক🍬ুলের ফি না বাড়ানোর আর্জি জানিয়েছিল রাজ্য। তাতে সাড়া দিল কলকাতার দুটি স্কুল। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত ফি বাড়ানোর বিষয়টি স্থগিত রাখা হচ্ছে।
আরও পড়ুন :লকডাউনে পড়ুয়াদের ক্ষতি রুখতে গ্রীষ্মের ছুটি এগিয়ে♔ আনার পরিকল্পনা কেন্দ্রের
সাউথ পয়েন্টের তরফে জানানো হয়েছে, স্কু🅷লের যাবতীয় খরচের জন্য কর্তৃপক্ষ ফি-র উপর নির্ভরশীল। তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতির বিবেচনা করে ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। স্কুলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'বেসরকারি ও অসাহায্যপ্রাপ্ত স্কুল হওয়ায় সমস্ত খরচ ও কর্মীদের বেতনের জন্য সম্পূর্ণভাবে অভিভাবকদের উপর নির্ভরশীল সাউথ পয়েন্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সব অভিভা🍨বকদের জানাতে চাই যে, ২০২০-২১ সালের শিক্ষাবর্ষের জন্য স্কুলের তরফে ফি বাড়ানোর যে প্রস্তাব রাখা হয়েছিল, তা এখন স্থগিত রাখা হল।'
আরও পড়ুন : COVID-19 Updates: লকডা🤡উনের ভবিষ্যৎ কী? আগামিকাল জাতির উদ্দেশে ꧋ভাষণে ঘোষণার সম্ভাবনা প্রধানমন্ত্রীর
স্কুলের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসের ফি-র ক্ষেত্রে অভিভাবকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে অ্যাড হক টাকা কাটা হবে। তবে যাঁদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টা🌟কা নেই, তাঁদের আগামী ১৫ মে পর্যন্ত সময় দেওয়া হবে। সেজন্য বাড়তি কোনও জরিমানা দিতে হবে না। এছাড়াও প্রতি বছর এপ্রিলে যে অন্যান্য চার্জ ও ফি নেওয়া হয়, তা স্কুল খোলা পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : COVI🐼D-19 Updates: করোনার প্রভাব দেশের অর্ধেকের বেশি জেলায়, মৃত্যু ছাড়াল ৩০০
একইভাবে ফি বাড়ানো হবে না বলে জানিয়েছে উত্তর কলকাতার দ♑িল্লি পাবলিক স্কুল। একটি বিবৃতিতে বলা হয়েছে, 'আপনারা জানেন, গত শিক্ষাবর্ষে আমরা ফি বাড়াইনি। তাই এই শিক্ষাবর্ষে 🍒ফি বাড়ানোর কথা ছিল। বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গে সরকারের আর্জি মেনে নতুন শিক্ষাবর্ষের টিউশন ও সেশন ফি বাড়ানো হবে না।'
আরও পড়ুন :দেশবাসীর নস্ট্যালজিয়া ♈উস্কে নতুন চ্যানেল DD রেট্রো লঞ্চ করল 🌠প্রসার ভারতী
ডন বসকো পার্ক সার্কাসের তরফে ফিꦕ নিয়ে অবশ্য মুখ খোলা হয়নি। তবে স্কুলের ওয়েবসাইটে বল👍া হয়েছে, 'কয়েকদিনের জন্য ফি দেওয়ার গেটওয়ে বন্ধ রাখা হয়েছে। এই মাসের (এপ্রিল) জন্য লেট ফি দিতে হবে না।'
আরও পড়ুন : কৃষিজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ₹১৫,৮৪১ কোটি জমা কেন্দ্রের, জানুন জরুরি তথ্য