CUET UG 2022 New Dates: একেবারে শেষমুহূর্তে সূচির পরিবর্তন, কবে কার পরীক্ষা?
1 মিনিটে পড়ুন Updated: 12 Jul 2022, 12:02 AM IST- -তে 'অ্যাডভান্স ইনটিমেশন স্লিপ' জারি করা হচ্ছে। প্রার্থীরা অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে তা ডাউনলোড করতে⛎ পারবেন।
আরও পড়ুন: NEET 2022 Admit Card: কবে প্রক﷽াশিত হবে অ্যাডমিট কার্ড? অবশেষে ঘোষণা NTA-র
'সিটি ইনটিমেশন স্লিপ'-এ প্রথম স্লট এবং দ্বিতীয় স্লটের পরীক্ষার বিষয়/ভাষা/মাধ্যম এবং পরীক্ষার দিন ও শহরের উল্লেখ থাকবে। যে প্রার্থীরা ফিজিক্স, বায়োলজি বা কেমিস্ট্রি বেছে নিয়েছেন, NE꧟ET UG-র জন্য তাঁদের দ্বিতীয় স্লটে পরীক্ষা দেওয়া হয়েছে। কারণ ১৭ জুলাই (রবিবার) হতে চলেছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা (NEET UG)।